আমার ভালবাসার প্রতিদানে পাই যে কত  যাতনা,
পরের ভাল করতে কত করছি আমি সাধনা,
সবাই তোরা শুনে যা ভাই যুগটা তেমন ভালনা-২
পরের ভাল করতে করিছ কতই সাধনা....।
ভাই বোনদের জন্য যদি দিয়েও ফেলি জীবনটা,
তবুও তাদের মন পাবোনা এটাই আসল ঘটনা,
সারাজীবন দিলাম ভাল কোন কথা নাই,
একবার যদি না দেই তাদের বলবে যাচ্ছে তাই,
আমার ভাল মন্দ তারা কোন কিছুই বোঝেনা,
তাদের মনটা পাইতে শুধু করেই গেলাম সাধনা,
শোন তোরা শোন যুগটা কিন্তু সত্যি তেমন ভালনা,


আমি যদি অনাহারে থাকিও বা কভু,
কেউ কোন দিন নেবেনা খোঁজ নেবে শুধু প্রভু,
আত্মীয়ের হক আমিই শুধু করে যাবো রক্ষা,
তারা শুধু করবে সদা বেইমানী পাক্কা
এত কষ্ট করি আমি তাদের মনে লাগেনা কি ধাক্কা,
আমি কিছুই বুঝিনা যে, মানুষ নাকি যুগটা ভালনা।
পরের ভাল করতে আমি করেই যাচ্ছি সাধনা।
কি করলে বাসবে ভাল তোমরা আমায় বলনা,
তাদের জন্য আর কতকাল করেই যাব সাধনা।
মনে রাখিস তোরা কিন্তু যুগটা তেমন ভালনা।


পরিবার ও প্রতিবেশির হকটা করতে আদায়,
প্রতিদিনই তারা আমায় একটু করে কাঁদায়,
যতই ভাবি দ্বায়িত্বটা আমার হয়তো বেশি,
তাই তো তারা আমায় দিচ্ছে দু:খ রাশি রাশি,
আমি যতই তাদের জন্য চেষ্টা করে যাই
তারা ভাবে এখনো তো কিছুই হয় নাই,
কারো কারো মিষ্টি কথায় পেট ভরে যায় তাদের,
টাকা পয়সা  দিয়েও আমি মন পাইনা যাদের।
এমন যদি হয় গো কপাল কারো,
পরিবার বা প্রতিবেশির হক কি আদায় করবে আরো?
আল্লাহর ভয়ে আত্মীয়ের হক আদয় রাখি চলমান
বিনিময়ে পাই যে সদা দু:খ কষ্টই প্রতিদান।