ফসল গিয়েছে পেকে,
দিনান্ত আপন চিহ্ন দিল তারে পাণ্ডূর আভায়।
         আলোকের ঊর্ধ্বসভা হতে
    আসন পড়িছে নুয়ে ভূতলের পানে।
         যে মাটির উদ্‌বোধন বাণী
              জাগায়েছে তারে একদিন,
         শোনো আজি তাহারই আহ্বান
                আসন্ন রাত্রির অন্ধকারে।
  সে মাটির কোল হতে যে দান নিয়েছে এতকাল
      তার চেয়ে বেশি প্রাণ কোথাও কি হবে ফিরে দেওয়া
         কোনো নব জন্মদিনে নব সূর্যোদয়ে!