প্রণয়ের পরশে দগ্ধ দহনে
প্রাণের হইলো শেষ
ছন্ন ছাড়া বদ্ধ পাগল
সেই প্রণয়ীর বেশ।
চলিতেছে সদা,কহেনা সে কথা
আপনার মনে হাসে
বেদনার চাদর মুড়িয়া রাখিছে
হঠাৎ যেন সে কাঁদে।
অকারনে অবার অধিক সুখে
র্হরসে লুটো-পুটি
মিথ্যে রঙ্গে সত্য যে সুখ
সে যেন নিয়েছে ছুটি।
আজি কত যুগ স্মৃতির পটে
ধুসর সে ছবি খানা
নিঃস্ব করিছে ধরনী তাহার
বিষাদ দেয় যে হানা।