কোন এক হর্ষে হেলার ছলে
যেন মম,আবেগ তাপে গলে
দুজনার মগ্ন মাতাল মন
মানেনাই শাসন কি বারণ।
যখনি বাস্তবতার দ্বারে
প্রয়োজন আপনা কড়া নাড়ে
বলে সে বলছো তুমি একি?
আচ্ছা-চা,একটু ভেবে দেখি।
ভাঙে মন কঠিন ঝড়ের বেগে
ফিরি তাই পথ হারিয়ে পথে
স্মৃতি তাই ব্যথার বিনাই বাজে
চেতনা থরে থরে সাজে।
সে যদি সব ভুলে যায় হেসে
পায় সুখ মিথ্যে ভালোবেসে
আমি ও তেমনি করে ভেবে
গড়িবো নতুন জীবন তেঁজে।
সে জীবন নিরব জীবন নয়
যে জীবন আনতে পারে জয়।


সবার জীবনে প্রেম আসে,কিন্তু সে প্রেমে ব্যথতার হার বেশি। তাই ব্যর্থতা পরাজয় না ভেবে,তার মধ্যে খানে, কষ্টের তিব্রতা থেকে যে চেতনা মনের মধ্যে প্রতিয়মান হয় তাকেই কাজে লাগায়ে জীবনকে সার্থক  করার  আহব্বান জানানো হয়েছে।জীবন তো একটায়..
13.03.2017
ঢাকা.মিরপুর