একটি কবিতা লেখতে গিয়ে
লেখলাম কত কথা
দেখলাম জীবনে সুখের চেয়ে
অধিক রয়েছে ব্যাথা।
যারা অসহায়, পায়নাতো ঠাই
তাদের তরে কে কারে বিলায়?
সুখিদের মাঝে দুঃখিদের কথা
পড়ে যায় যেন ঢাকা,
সবার আগে তাদের কথায়
হয়ে গেল আজ লেখা।
দেখিলাম সে দিন, রাস্তার পাশে
বসে আছে কিছু শিশু
শীতের প্রতাপে কাঁপিতেছে তারা
বস্ত্র নাই দেহে কিছু।
তারি ও ধারে আরো কিছু লোক
করছে আর্তনাদ
ক্ষুধায় তৃষ্ণাই ক্ষয়ে গেছে দেহ
বেরিয়েছে যত হাড়।
বুকে সংশয় তীব্র প্রলয়, কষ্টের মহা তেঁজে,
থেকে থেকে যেন বেজে উঠে ধরা
ব্যাথাতুর হয়ে বাজে।
জলনাই চোখে দৃষ্টি স্থির
ভাগ্যের দোষ, দেয়না বিধির।
কর্মকে শুধু দোষে,
বেদনা দগ্ধ হৃদয় কখনো
চোখে জল ফেলে রোসে।।