পৃথিবীর প্রবাসে অতিথি সবাই
সংকট গিরি পথে করছে লড়াই
তবুও মায়ার টানে মানুষ জাতী
সঙ্গি কখনো অশ্রু, কখনো হাসি।


এখানে বাঁচার পথ ভিন্ন রকম
যেখানে যেমন সাজি, সেখানে তেমন
আমি বলি এ আমার, তুমি বল তার
আসলে তা সেই নিবে, আছে যার বল।


মানুষে মানুষে কেউ, চিনে তবু ভুলে
কে আপন কে যে পর, সে তো নয় দুরে
তবুও মানুষ শুধু মানুষের তরে
কাউকে ঠকিয়ে কেউ প্রাসাদ গড়ে।


জীবনের প্রয়োজনে সকলেই বীর
সকলেই ভীরু আর সকলেই মুঢ়।