এমনি আরো একটি উদ্যোগ নেয়া যায় না কি ?একটি নিদিষ্ট সংখ্যায় উৎসাহি কিছু কবির কবিতা দিয়ে একটি বই যদি একুশে বই মেলায় প্রকাশ করা যেত ,তবে মনে হয় মন্দ হতোনা ।
এখানে ব্যায় ভারের বিষয়টা ও যৌথ। যেমন ৭০/৮০জন কবির যদি কবিতা হয়,তবে তাদের মধ্যে খরচটাও ভাগ হবে।কারন দশের কাছে লাঠি যা একের কাছে বোঝা তা।এছাড়া ও এক কবির একঘেয়েমিতা থেতে পাঠক মুক্ত থেকে বিভিন্ন মানুসিকতার রস আস্বাদন করতে পারবে।আর কবি মনও কিছুটা তৃপ্ত হবে।


প্রস্তাব টি মন্দ মনে হলে ক্ষমা করবেন।সরল ভাবনার প্রস্তাব এটি...।