কল্পনায় আসে সেই মেয়েটি


একা একা রাতে বসে থাকি যখন
একা মনেই ভাবি আমি তখন
পৃথিবীতে কি শুধু আমি একা
নাকি কখনও পাবো তার দেখা
যদি পাই কখনও তার দেখা
বলে দেব মনের সব লুকোন কথা।
দেখবো তাকে মনের মাধুরী দিয়ে
জীবন যদি থাকে তবে থাকবে তাকেই নিয়ে
একা রাতে বসে থাকি যখন
মনের মাঝে কত কল্পনা আসে তখন
জীবনে কি পাবো আমি তাকে
নাকি হাড়িয়ে যাবে দূর নিলীমায়
আপন করবে কি সে আমায়
নাকি চলে যাবে বহু দূরে
যেমন করে টিয়ে পাখিটি গেল আমায় ছেড়ে
সেই পাখিটির কথা আজও মনে পড়ে
কত আদর করে তাকে
রেখেছি আমার ঘরে
অবশেষে পাখিটি চলে গেল ঘর ছেড়ে
সেভাবে কি চলে যাবে মেয়েটি
নাকি থাকবে আমার পাশে
যদি থাকে সে পাশে
তাকে ভেজাবো্ শিশির ভেজা ঘাসে