জীবনের এক তৃতীয়াংশ কাটে
অনেক ইচ্ছা পূরনের আশায়।
দ্বিতীয়াংশে কৈশোরের ইচ্ছাগুলি,
মরে যায় অর্থ-বিত্তের নেশায়।
শেষাংশ কাটে  কৈশোরের ইচ্ছাগুলি
অপূর্ণজনীত হতাশায়।
কি চাইলাম, আর কি পাইলাম,
ভাবতে ভাবতেই একদিন গন্তব্য এসে যায়।
মন ; সে তো কালবৈশেখী পবণ, দুরন্ত অস্থির।
নির্ভীক পান্ডবরূপী তান্ডবে, সৈরাচারী বীর।
নিজেকে নিজেই গড়ে, আবার ভাঙ্গে ক্লান্তিভরে।
আপন মনে বিধ্বস্ত প্রকৃতি সাজে নিয়ম করে।


ওহে প্রেম পিয়াসী মানবতার কবি; শুনো,
অস্তিত্বহীন কে কেন প্রেমের রূপক মানো?
ঈশ্বর তোমার পাশেই আছে, চেননা কেন?
নারী স্রষ্টা রূপেন ঈশ্বর প্রেম তার আনন।
যতো রকমের পুষ্প কমল জানা অজানা,
দৃষ্টি নন্দন হলেও সকল ফুলে পূজা হয়না।
নারীই ঈশ্বর ভবে; প্রেম তার অপূর্ব সৃজন।
প্রেম দিয়ে, প্রেম নিয়ে গড়ছে প্রেমকানন।।