না পারি গ্রহীতে তোমায়
না পারি ছাড়িতে,
না পারি রাখিতে হৃদে
না পারি ত্যাজিতে।
তোমায় রাখব যতনে
সে সামর্থ আমার কোথায়?
আমি নিজেই তো ভবঘুরে
ঘুরি সেথায় হেথায়।
হৃদয়ের গহীনে যে তোমার আবাস,
আছো ভাবনার রাজ্যে হয়ে আমার শ্বাস।
তুমি বিনে আমি যে এক জীবন্ত শব,
কি করে ভুলিব তোমায় আছো যে সরব।
আছো তুমি পার্থিব সকল রূপে
অন্তরের রানী সম,
বন্ধু, প্রেমী, আরো আছে যত
সম্পর্ক সকল রূপে অন্তরে মম।
যা দিয়েছো তুমি
তার তুলনা নেই ভবে।
চিরকাল নিয়েই যাচ্ছি
প্রসারিত হস্ত যুগল।
পেরেছি কি শুধিতে
কিছু তব ঋন?
আজন্মের ত্রাতা রূপী
আছো দেবী বহুরুপী,
নাহি কোন ধন মান
যা দিয়ে শুধিব তব প্রতিদান।
হে হৃদয়ের অধিশ্বরী
তুমি যে চির মহান।।