লিখায় প্রশংসা বা স্তুতি যেমন লেখকের অনুপ্রেরনা তেমনি সমালোচনা লেখকের সঠিক নির্দেশনা। স্তুতিতে উৎসাহ বাড়ে এটা যেমন ঠিক তেমনি ত্রুটি বিচ্যুতির সমালোচনা না হলে লেখক পংগু এক মুখী হয়ে যায়।
তাই আমার নজরে প্রসংশাকারী ও সমালোচনা কারী উভয়েই পুজ্য। এই ক্ষেত্রে আমার কাছে সমালোচক অধিক বরেন্য।
সুপ্রিয় স্বনামধন্য সিনিয়র কবিবর আপনাদের কাছে উৎসাহের পাশাপাশি গাইডলাইন ও সমভাবে কাম্য।
ভাল থাকবেন সবাই, শুভ কামনা।