কে গো এলে ডানা মেলে মেঘলা আকাশে?
উড়ে চল হেলে দুলে মুক্ত আকাশে।
রাজষিক চাল তোমার বিল্ড-ইন ইন্সটলড।
ঝড়ো হাওয়া সেধেছে বাধ, করবে ফিল বোরড।
এই ভূমে উড়েনা ঈগল, বড় ঝঞ্ঝাকুল আকাশ,
কার্বন-ডাই-অক্সাইডে পূর্ণ এখানকার বাতাস।
তৃপ্তিভরে মুক্তির স্বাদ এখানে পাবে তুমি কোথা?
বিষের চাষ চলছে এখানে পিন-পতন নীরবতায়।
এইভূমে ফুটেনা ফুল, নেই অনাবিল সুরভিত বাতাস।
আছে বারুদ আর রক্ত পঁচা গন্ধ ব্যাথিতের দীর্ঘশ্বাস।
মাতৃবক্ষ আঁকড়ে কিশোরীর আকুতি হায়েনা থেকে বাঁচাতে,
অক্ষম মাতাশ্রীর বুকফাটা কান্না হৃদয় ছেঁড়া ব্যাথাতে।
এইভুমে ফুটেনা গোলাপ ফোটে বিষাক্ত পপিফুল,
শস্য ফলেনা, ফলে ধার্মিক বড়ই উশর ভুমিবল।
এক যুগে সব ই ছিল ছিল সভ্যতার শিখরে,
একে একে সব ই ধ্বংস, অন্ধকূপ সরোবরে।
এখানে আজ নেই মানবতা নেই স্বাধীনতার সুখ,
ঐতিহ্য আজ লুকিয়ে লজ্জায়, সাথে মায়ের মুখ।
যে মায়ের পেটে জন্ম, স্রষ্টা তুল্য যার আসন,
সে সন্তানের দ্বারা লাঞ্চিত মাতা ধর্মেরই কারন।
শতাব্দী পুর্বের কৌলীন ভুমি আজ সর্বনিকৃষ্ট,
অন্ধবিশ্বাস কোথায় নামায় উদাহরন প্রকৃষ্ঠ।
ভগবান-ঈশ্বর নেই বলে ভেবোনা পেয়ে যাবে পার।
প্রকৃতি সর্বংসহা হলেও অবশ্যই করিবে বিচার।।