অন্ধকারে মাথা নাড়ছে , আর খুঁজছে
    যেন ওর কি চাই !
আস্ত পদক্ষেপের পদধ্বনি বুজছে ,
   ক্লান্ত ঘণ্টা করছে না বাছাই ।।


নিজেকে যাচাই করবার শুকনো প্রয়াস ,
   তাকিয়ে আমার দিকে অবিরত ।
কলঙ্কের কালিমা মুছবার আশ্ ,
   বুকফেটে শুধু রক্তক্ষত ।।


স্থির দেহ মুছে দেয় অতীতের ঘুণ ,
   কিসের এত খুঁজবার ঘ্রাণ ,
মরণ তোর লেখা আছে নিপুণ-
ব্যর্থ ধরে রাখা এ প্রাণ ।।


লুকিয়ে কোথা যাবি , নেই কোন প্রান্তর !
    ওখানেই পড়ে থাকতে হবে ,
ছলনার হিসেবে তুই পার করবি তেপান্তর !
   সত্যমর্ম আর বুঝবি কবে ?


ঈশ্বরীক কাঠগড়া তোকে দেবে ডাক -
   নিস্তার পাবার জোঁ শেষ ,
ভাবিস না - মুছবে না তোর কলঙ্কের দাগ ,
   মুক্তি পেয়েও কাটবে কি তোর ক্লেশ ?