আব্বুলিশ খোজমেজাজে গল্প শুরু -
খোলসা করে লুকোনোর চাবিকাঠি ,
তারই পকেটে পোরা ,
ইচ্ছেমতো খরচ করে যায় ,
জোগাড় সে হিসেবে দেখতে হলে-বেহিসেবী!


  কাঁচা অঙ্ক সন্ধিক্ষণে পাকছে !
অপেক্ষা শুধু খাতা ভরবার ।
  ভুল করলেই মুছে ফেলবার ইচ্ছে ,
ক্রমে ক্রমে নতুনভাবে জমে উঠছে আবদার !


  সোঁদা গন্ধে পাঁজর আবার শুকতে চায় -
পুরোনো অলসতার মোড়কে রাখা ক্লান্তি ,
   আমরা সবাই গেরুয়া বস্ত্রের খণ্ডে ,
শুকনো ঘুমজালে শিকারে ব্যস্ত !