চোখের ইশারায় ডাকলো কাছে
বসেছিলো দেখি অন্যের পাশে
ক্ষুধার্ত চোখে প্রেমের নেশা
  বন্যার মত ধেয়ে আসা
চাইলো ছুঁতে স্পর্শ পেতে
দেখুক না সকলে কি আছে তাতে?


  সময় ক্ষণ স্থানটি ভুলে
ঠোঁটের ফাঁকে হাসিটা দোলে
দুটি মনের চুম্বকের খেলা
ভাসিয়ে দিয়েছে ভালবাসার ভেলা
  রসায়নের ঐ তরল মিশ্রণ
শরীরে খেলে যায় বিদ্যুতের ঘর্ষণ।


চুপিচুপি আর কানে কানে
ভাষা জাগে তানপুরার টানে
পাগল হৃদয় উথাল পাথাল
ঘূর্ণি ঝড়ে করে তোলপাড়
যৌবন পেরিয়ে অন্য ধাপে
কিসের ধাক্কায় বক্ষ কাঁপে?


ধোঁয়া ধোঁয়া হালকা হাওয়া
লুকিয়ে লুকিয়ে কথা কওয়া
অবচেতন মনে চেতনার অভাব
পর্দা ফেলা না মানা স্বভাব
  উন্মাদনার অবুঝ হৃদয়
নতুন সম্পর্কের হলো উদয়।
  ***********
      ******
         **
          *