দমকা আলোড়িত বাতাসে তোমার প্রিয়-মুখ দেখি অবনমে।
মনের বাতিঘরে তুমি হিম জলের দোর্দণ্ড ঝাপটা।
তোমার মাঝে যে আলোর ভিড় দেখি-সেখানে এইতো ক’দিন-
আমি খুঁজে পাই আমার নির্লিপ্ত সজাগ লাস্যময় বসবাস।
চোখে আমার নেই এ ক’দিন কোন মন খারাপের বিজ্ঞাপন।
তোমার মাঝেও নেই মৃদু মৃদু হাসাতে পারা ছাড়া আর কিছু।
তুমি যে আমাকে হাসাতে পারো; এটাই মানি অনেক কিছু।
আমি রোদের বুকে চিঁর ধরা এক-ফালি কাঠের মতো তৃষ্ণার্ত ছিলাম।
আর তুমি যেন সেখানে সুশীতল একরাশ সুপেয় জলের তৃপ্তি।
তুমি এসে কি এক জাদুময়ি মায়ায় আমাকে ভুলিয়ে দিলে সব।
তোমার কাছে আমার যে চাওয়ার মাত্রায় আর কিছুই নেই।
তোমাকে ভালোবাসি নিজের মতো করে প্রগাঢ় অনুভূতির সায়ে।
যেভাবে তুমি হাসিয়ে দিয়ে আমাকে ভুলিয়ে দাও শত দুখের প্রনন।
দুখের জালে আগুনে জ্বলে রংচটা সময়ের বেহিসেবি ভাবনার জোয়ার।
তোমার মনের উদার আঁচলে খুঁজে গিয়ে পাই-
অফুরন্ত সব সময়ের চোখে তুলির আঁচড়ে রঙিন তুমি যে আমার।