ঝলসানো মুখের স্মৃতিচারণে কাঁপে হৃদয়।
ঝলসানো দেহের আর্ত-চিৎকারে কাঁদে মন।
আহা, কি যাতনায় পিষ্ট হল পরিজন।
অন্তর-আত্মা ক্ষণিক স্থম্বিত হয়ে যায়-
লাশের পর লাশ সারি-সারি দেখে।
এটা কোন ধরনের তন্ত্র?
মানুষের হাহাকারগুলো আজো-
নিঃশব্দেও শোনা যায়।
কাঁদে প্রিয়জন হারানোর বেদনা।
খুন করা হয়েছে মনের আনন্দ।
সপাটে খ্যাপাটে বিস্ফোরণে আহত বৈকল্য।
নিহতের লালে ভিজে তারা কি স্বনামধন্য?