স্বপ্ন সততের আশ্রয়ে আশ্রিত যে অম্লান রিক্ত শুন্য হাত-
তাতে যে আঘাত করতে নেই।
গ্রহনও গর্হিত হয়ে যায় স্রোতের বিপরীতে,
কাবু হয়ে যায় মৃদু ভাষণ।
উচ্ছ্বাস জোয়ারে ছুটে চলে যেতে চায় মন-
কিসের কি যেন টানাপোড়েনে আঁতকে উঠে রণ।
এভাবে যে আঘাত করতে হয়না-
আঘাত করতে নেই নিঃস্ব মননেও।
বেভুলে কাতর চোখ তাও বলে চায় ফিরে-
তোমরা কতো আপন দিয়ার কোল।