ঘুমের ঘোরে চোখে হাত রাখে বৃষ্টিজল,
চমকে উঠে যখন অনামিকা ভেজে অশ্রুতে।
চোখের প্রাণে কখন যে আবেগ কেঁদেছিল
ভেবেই আবার যেন কাঁদতে ইচ্ছে করে।
যার চোখে এতো কান্না..
কান্নার পাশে হাসিটা যে কখন ভাসে,
জানেনা নিজেও কোন পিছুটানে।
কিছুটা হাসুকই না বৃষ্টি..
জল রংয়ের অভিমানে।
পাতার নীড়ে টোপর পরিয়ে-
জলের স্রোতে যার নিবাস,
তার পায়ে নূপুর কে পরাবে..
মুচকি হেসে ভালোবেসে-
ভেজা চোখে মেশে?
কিছু অভিলাষে..
এক বিন্দু অশ্রু জমাট প্রাণের আবেগে শেষে।