আমি তো বলিনি তোমাকে রোদমাখা শিশিরে আমার চোখ ভেজাতে হবে।
কখনো কি বলেছি ফেনিভ সাগর পাড়ে আমাকে নিয়ে দুদন্ড হাঁটতে হবে?
কোন অজানা শীতের রাতেও বলিনি তো জড়িয়ে ধরে উষ্ণতা দিতে।
বলিনি কোন দগ্ধ দুপুরেও শীতল হাতপাখার বাতাস হতে।
বৃষ্টির কান্নায় আমারও কান্না দেখে চোখ মুছে দিতে।
কোন শরতেও বলিনি কিছু কাশফুলে আমাকে ভাসিয়ে দিতে।
জানতে চাইনি কোনদিন হতবাক বুকে জোছনার আলোয় আসবে কি পাশে পেতে।
পাকা নবান্নে বারেও চাইনি তোমার হাতের গন্ধে ভরা পায়েস খেতে।
চেয়েছি শুধু........
ঘন বসন্তে কিছু ফুল তোমার খোঁপায় গুঁজে দিতে।