মনের বাড়িতে খেপাটে আকাশ রোদন মোহনায়..
হারতে জানার বারণ ভুলে।
গড়া না গড়ার পেছন মুড়ে..
তাকায় রাতের শেষভাগ শেষবার।
অভাবী আকাশ নির্জনে রচনায় ভোর।
অপমানের জালে মান..
লাজে লাল খুঁজে কোন প্রয়াণ।
বারণ ভুলে চেয়ে থাকা নদীর জল..
আর্দ্রিতা ঘুমে কার মনে..
অজানায় চোখ কিছুটা ছলছল।
সুপ্ত সঙ্গীতে সুদূর হাসিমুখে প্রাণের খেলা।
ছোট্ট ঢেউয়ের পাতানাড়া নোঙ্গর..
অভিলাষী আঁকায় ছুঁলে সমুদ্দুর।
রাতের চোখে যেও হাসিমাখা মুখে..
কান্না সরিয়ে দিও কিছু রোদ্দুর।