বিষাক্ত সে সময়ে-মৌন লুকোনো মনের তীরে..
ভাসালে তোমার পাড়ের খেয়া।
মিছে জালে ছুয়ালে সুতীব্র সাহসের নাশ এ প্রাণে।
বুঝার পিয়াসে কপাট খোলা ছিলো,
জানতে পেরেছি শেষের পাতার ছলে।
সময়ের শীর্ণ বারান্দায়-
তীব্র ঘৃণায় ভালবেসে।
অসাড় দেহের মতো ঘুমহীন-
ক্লান্ত শ্রান্ত মন বিহারে-
কতো আকুল কেঁদেছে অযতনে মন-
নিরালায় একা বসে।
দূরের হাসিতে রাত্রি মিশিয়ে-
করেছো পুড়ে বিলীন।
হারাবার ভয় তোমার ছিলোনা; ছিলো আমার।
কতদিনের জীবন বল...কতদিনের বিলাস ?
এ মনে পাথর বাধার পরেও-
যদিও সবশেষে পরাজিত মিছে অঙ্গীকার ।
পৃথিবীর সব ভুল আমি মাপি।
সব পাবার ভীরেও কেনো যে ছিলোনা কিছুই!
ছোট্ট সময়ের কাঁধে-
জমাট প্রকাশ চেয়ে থাকে শেষে;
নতুন ভরাট সময়ের ফেরায়।