অনেক কোলাহলের সিঁদুর মেখে
গহীন শুক্লপক্ষের রাতে-
ধুলোমাখা পথের শেষে হাত বাড়িয়ে সরোবরে-
খুঁজে পাই তুলির রঙ অবশেষে।
আকাশের চোখে চমকানো আলো দেখে পাশে।
চোখের জলে নাকি রঙ থাকে-
কোন সে কবে কে বলেছিল নেই মনে।
বৃষ্টিজলেও নাকি থাকে কান্নার রোল।
শোনা কথা হল শীতের সকালের মত-
গায়ে কাঁটা দেয়া শীতের সকাল।
সুনসান রাতের নীরবেও
বয়ে চলা বাতাসের গায়ে লেপটে থাকে যেন-
সমস্ত দিনের সব ঘোলাটে হাসির মাদল।
গাছের সবুজে আর রাতের কালো জলের চিনচিনে ডোরাকাটায়-
এক ফালি চাঁদের আলো ডুবে গেলে-
রূপালি জল ভাসে সেইতো তার পাশে-
হিমেল সবুজের ঢেউ ভালোবেসে।