ব্যাথার বাজনা বাজবে শারদ শেষের শীতের মলাটে।
শিশিরে শিশিরে ভেজা ঘাসে হৃষিত রাতের শেষে-
শারদ শেষের শীতের মলাটে।
ভোরের আলো উঁকি দিয়ে শিশিরের কোলে-
বিচ্ছিন্ন অবকাশের মায়ায়-
ঘুম পারিয়ে দেবে সবুজ গালিচাকে।
আদরে – ঐশী যতনে।
বাতাস বলে যাবে নিরিবিলি কাছে এসে-
ফিশফিশিয়ে শীতের কান ঘেঁষে-
ব্যাথা আছে যা সব তো আমার।
বয়ে চলা নিঃশ্বাস ঘিরে হেঁটে চলা পথিকের-
চোখের আকাশ ধুয়ে ছুঁয়ে যাবে শীতের বাতাস।
গভীর রাতের- অথবা সূর্য জাগার আগে প্রভাতে।
ব্যাথার দানে দু’হাত পেতে কুয়াশার নম্র গানে-
বাতাস আমি ছুঁয়ে দেখে যাব-
এই শীত তুমি আর তার কি মানে।
অবিচ্ছিন্ন হৃদয়ে মিলেমিশে যতনে গহীনে-
তোমার সুরে ভিজে টুকরো গানের প্রাণে।