কৃষ্ণচূড়াটা ফাল্গুন ভুলে-  
লালে-লাল শোভিত আমার জানলা পাশে।
আমি ছুটে পাইনা যে কখনো তা পদদলিত লালে ভেজা-
মাতিয়ে তাড়ায় ভূষণ ভুলে।
এভাবে ঠিক আছে- ঠিক আছে বললে তো আর-
কৃষ্ণচূড়ার শোভিত রং চোখে আসবেনা।
তাকাতেই হবে কিছুটা উপরে
সবুজ লজ্জায় গাঁথা লালের প্রকাশে।