স্বপ্নেরা হাতছানি দেয় বহুদূর পথ চলার।
কেউ কোনভাবেই সম্পূর্ণ সুখি নয় পৃথিবীতে যে।
জীবনের প্রতি পরতে পরতে হয়তো-
মাঝে মাঝে কান্নার রোল আঁকে ঝাপসা ছবি অবিরাম।
মনেরও লৌকিক প্রামাণিক আছে।
আছে প্রাণের কতো অদৃশ্য অদৃষ্ট জড়ানো কথা।
অন্যমনস্ক কিছু যাপিত জীবন মুচকি হেসে বেদনা কাড়ে।
পশ্চাতে পশ্চাতে চলে নিয়মের মতো নোনা ঘাম।  
সব পিছুটান ভুলে যদি সামনে এগুতে চায় মানুষ-
তখনি হয়তো বয়ে দেবে এই তো প্রতি মুহূর্তের ভবিষ্যৎ।
তাও কেনো বলি ভবিষ্যৎ, পুরোটাই যে বর্তমান।
এগুতে এগুতে মানুষ এক সময় নেয় বরণ করে মৃত্যুকে।
প্রজন্ম মনে রেখে চলে মৃতদের রেখে যাওয়া ভুল।
শুধরে চলে ফেরে বাকি জীবনের পথভারে।