কতো শত মানচিত্র আঁকা পৃথিবীর বুকে,
মানুষের মনের চোখ বিম্বিত।
রোদ্রনীল আকাশের পিঠে চরে নিঃশ্বাস ঘুরপাকে।
মৃত্যুর ডানায় ভারনত কালের দরজা।
নব নিষ্পাপের আদুরে কান্নায় মায়ের কোল হাসে।
মানতে নারাজ তবুও কিছু অবনত মন!
সৃজনের স্রিজতি মলয়ের ঘোর পাতে-
সেই তো একি।
মৃত্যুর ডানায় যে সব অভিলাষ-
সমাপ্তির বুক চিড়ে স্থম্বিত।