কতটুকু ভালবাসলে পরে ভালোবাসা হয়?
তোমার দু’চোখ বেয়ে যে অশ্রু নামে-
তা আমাকেও, ওদেরকেও কাঁদায় বারেবারে।
নির্বাসিত একা তরঙ্গও বুঝি ঢের ভালো অন্ধ মননে।
প্রাপ্য তার চোখের জলের দাম যারা দিতে বা মানতে নারাজ!
খুনি, ওরা নির্মম কসাই।
একবারি জন্ম-মৃত্যু,
কিসের কি এমন ভয়?
আমরা ভয় করেছি জয়।
অপয়া ভীষণ ওরা-
যাদের মুখপোড়া কালো অন্ধকারে।
সীমার পরিসীমা ওরা জানেনা।
জানে লোলুভ কাতরে মুহুর্মুহু চিৎকারে ভাসাতে।
বেকুব ওরা জানেনা শেকড় কতো গভীরে।
আপনের চেয়েও বেশি আপন মহীয়ান যে ভাষাতে-
এসেছিল স্বাধীনতার দুয়ার প্রাতে।
আমি বাংলার সন্তান বেঁচে রই প্রস্তুত-
ঘাতে অপঘাতেও তোমাকে বাঁচাতে।