এ প্রাণের যতো যন্ত্রণা সব জেনো তিক্ত বিস্বাদ।
মনের কথাগুলো আনমনে বলা হয়ে যায় সত্যি।
ভেতরের মায়াবী মন দেখেনা কেউ; কখনো কেউ।
এ মনের ছায়াগুলো হারায় দূরে বহুদূরে কোন জোছনায়।
হারতে গেলেও তো মন লাগে-
জেতার জন্য লাগে বুকে শক্তির সঞ্চয়।
পিছুটানে রইনি; হাঁটিনি কখনো নজর ভুলেও।
সামনের আলোয় গভীর রাত হোক তবু আড়ালে নই তো,
কোনদিন যদি না থাকি পৃথিবীতে মনে রেখো-
কষ্টের চেতনায় আবেগের এই আমাকে।