পৃথিবীর বুকে চর পড়ে গেছে যেন-
এতোটুকু তৃষ্ণার জল আর নেই কোথাও।
অমলিন বর্ষা ভেজা কাকতাড়ুয়ায় গোধূলি হাসে।
আমার ছিন্ন গলাকাটা আর্তনাদ বুঝি তোমাকেই বলে-
একটু ঠাই দাও তোমার কণ্ঠে-
আমি যেন বলতে পারি আমি বিচ্ছিন্ন নই-
কোথাও আমার ফিরিয়ে নেবার ভাষা নেই-
আর্তনাদ চুপসে যাক।
ভাষা মূর্ছনা ছড়াক।
আমার এক নতুন পৃথিবী তোমার কণ্ঠে-
জাগ্রত হোক ইচ্ছেহীন আমৃত্যু অবশেষে।