কিছু লালিত স্বপ্নে কখনো ডুবে থাকতে নেই যে।
সত্যি তখনি সত্যি যখন স্বপ্নের মতো সত্যি-
কাছে এসে ধরা দেয়।
পৃথিবীর পটে আমি মৃত্যুহীন এখন।
ভালোবাসা ঘৃণার চেয়ে কম পেয়েছি-
স্বপ্নে নয়, বাস্তবে।
কেন এই অবাঞ্ছিত ঘৃণা?
আমি আক্রান্ত ছিলাম বলে?
আমি সব জাতিকে দেখি এক চোখে।
সব ধর্ম সম্মানের; আমার কাছে।
আমার হৃদয় যদি বলে আমি মিথ্যে স্বপ্নের মাঝে-
হাবুডুবু খাচ্ছি; তবে তা অবলোকন মাত্র।
স্বপ্ন, হায়রে ফেরারি-
কেন রক্ত চক্ষু নিয়ে আমাকে শ্বাস দিস?
এই বেঁচে থাকার চেয়ে মরণ ভালো-
এক ঘুমে অনন্ত পার।