শত অহংকারে তুই চূর্ণ বিচূর্ণ প্রতি পদে পদে-
তোর মরণ যে তুই বিভীষিকা।
শত উদ্দামেও তাও যে একি রঙে আঁকা।
পতনের মূল অহংকার।
জানিস না কি তুই!
তোর গরমে তুই গোমট-
কার কি হয়েছে তাতে?
তুই হবি ধ্বংস তোর নিজের বিষে।
কাল-কেউটেও যে তোর ভেতরে লালিত।
তুই এক মরণ কামড় তোর জ্বলনে।
তুই হবি নিশ্চিত বেদিশা-বেগতিক তোর চলনে।
কার শীষে পা দিস তুই-
একি ভাষায় মিশে।
স্তব্ধ হয়ে গোমসে পোড় খাবি শেষে একলা নিমেষে।