কখনো বুঝতে চাইনি কীভাবে আঁকা আকাশের দূর নীলিমায়-
পাহাড়ে পাহাড়ে সবুজে ভেসে থাকা ঠাণ্ডা তুলোর মতো মেঘের উড়াউড়ি।
আকাশে তাকালে মনের ভেতরটা বিবেকসুদ্ধ কেন যেন বিশাল হয়ে যায়।
মেঘের শুভ্রতায় ছায়া হয়ে থাকা পৃথিবীর লালিত্যে নাচে
বাতাসের অবগাহন প্রতি দেহে নির্লিপ্তে।
আমি দুখের কথা বলতে আসিনি।
যদি বলি তবে স্পৃহা হারাবে কিছু দগ্ধ প্রাণের মমতা।
আমি সুখের কথাও বলতে চাইনি।
মুহূর্ত বলে দেবে কিসের অপেক্ষায় মিছে অখ্যাত নম্রতা।
জীবন্ত সবুজে ভরা প্রকৃতির মাঝে ডুবে গেলে যদি
ভালোবাসাই ভর করে মনে-
তবে যেখানে সবুজ নেই-ধুধু বালুচর-
সেখানে কীভাবে তৃষ্ণার জলের মতো-
ভালোবাসা নিংড়ে নিতে চায়
অবুঝ দুটি মন?
মনের মিলে থাকে বিনি সূতার বাঁধন।
ছিন্ন করতে গেলে কাঁদে আবেগের জল ভরা নয়ন।