হাতরানো রাতখানি ফাঁকা কিছু খাম।
নিঃসাশ বুকে টেনে চোঁখে বিরাম,
চাবুকের ঘায়ে ঘায়ে রক্তের ছাব।
কণ্ঠের স্বর কেন নির্বাক?
  বিষাক্ত দাবানল দিয়ে গেল ছায়!
  পেশীময় দেহখানি বড়ো চিবাই,
  সময়ের রাস্তাতে ধুলো-বালিময়।
  নেশায় আছন্ন প্রেমে ডুবেরয়!
বৃথা তবু গান তোলা অভাগীরসুর,
কান্নার নদখানি হই ভরপুর,
নৌকার পাটাতন তোলে শেষ-সুর!
রবে প্রেমও গল্প অচীনপুর॥