চারি দিকে শুনি
একি হাহাকার,
আমি নাকি সমাজ পতিদের
গলায় আটকানো হাড়,
তবে আমার মাংস
কে করিল খাইয়া সাবাড়,
হায় হাহাকার, হাহাকার।
০৮/০১/২০১৭



আমি আমার আমি
ভালবাসি সকাল বেলার সূর্য,
ভালবাসি সত্য
হোক তা যতই কদর্য।
০৮/০১/২০১৭



তুমি ছাড়া
শূন্যতা ভরা এই বসন্ত
নেই বিরহের কোন অন্ত।
০৩/০১/২০১৭



তুমি বিনা এই মন
বিরহে করিছে ক্রন্দন
ভাঙ্গিতেছে মোর,
গড়ে তোলা ভালবাসার স্বপন
০৩/০১/২০১৭



বাঘ বাচাও বাঘ বাচাও
বলিয়া যারা এত চেঁচাও ,
তাহারাই আজ কি করে
করিতে নিজের ঘর আলো,
রাখিতে নিজেরে ভাল
সুন্দর কে করতে চাও
পুড়াইয়া আধার কালো।।
০০/০০/২০১৬



সত্যি কথা সহজ ভাবে বললেই,
চুপ বেয়াদব
এখানে তোর গুরু জন সকলেই
শিখিস নি কি আদব।
১০/০১/২০১৭



নিজেরে নিজে হারাইয়া শেষে,
খুঁজে ফিরি
তাই তো এ অজানার উদ্দেশে হাটা,
ভালবাসা রে ফেলিয়া
ভালবাসার ফুল পদ তলে দলিয়া,
কুড়াইয়া লই কাটা ।
০৮/১২/২০১৬



কাওরে দিলে ডাক বলিয়া কাকা, মামা
কথা কয় দিয়া ঠেস
তাহারেই দিলে ডাক বলিয়া আঙ্কেল
বলে বা বেশ, বা বেশ
হায় রে বাংলাদেশ ।
১৩ ই জানুয়ারি, ২০১৭



সকলি সত্য, সকলি সত্য
মিথ্যা কছু নয়,
সত্য শুধু অভিনয়।।
২০ জানুয়ারি, ২০১৭


১১
হায়,
কেন জানি আজ মনে হয়
পুরানো সব পাপ
হইয়া অভিশাপ,
দংসিছে আমায় ।
২০১৬


১২
এত দিন ছিলে হৃদয় গভীরে,
বুঝিনি তবু, বুঝিতাম না কভু,
এই বিরহ বিহনে।।
২০১৬


১৩
চারি দিকে মরছে কত মহারথী,
হায় কিছু আজব মানুষ মাতিয়াছে নিয়া এক হাতি ।।
২০১৬


১৪
করিতে ঘর আলো
পুড়াইয়া করি মানুষেরই ঘর কালো,
পুড়াইয়া মানুষ
সেই আগুনে উড়াই ফানুস।।
-বাশখালি
২০১৬


১৫
যখনই বন্ধু হইতে লই টাকা ধার
একটা কথাই বলি বার বার,
কি করিয়া এই ঋণ শোধ করি আমি আর ,
কিন্তু হায় বন্ধু বুঝে না আমর
তাই সে বসে রয়,
আমি বুঝি শুধিব তার ঋণ এই বার ।
২০১৬


১৬
একদা ছিল এক ব্যাচেলার,
নতুন শহরে আসিয়া বাড়ি ভারা জুটল না তার ।।
আগে ত তাও, বলিত যাও
এ বাড়ি হইবে না ভাড়া ,
এখন হায়, লাঠি লইয়া তাড়ায়
বলিয়া শালা ওহে জঙ্ঘি দাঁড়া ।।
২০১৬


১৭
জিবনেরই পথ চলায়
কত লোক আসে, কত লোক যায়,
সবাই তো থাকে না স্মৃতির পাতায় ।
২৪ জানুয়ারি, ২০১৭


১৮
দিনের শেষে, জয়ী বেশে
যখন ফিরবে তুমি ঘুমের দেশে,
কেউ জানবে না কি ছিল তোমার জেতার উপায়
জানবে শুধু বিবেক তোমার, প্রশ্ন করবে তোমায়
বিবেককে কর ভয়, বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ সেই তো পরাজয় ।
২৫ জানুয়ারি ২০১৭