ক্ষমা করো
ক্ষমা করো, মোরে ক্ষমা করো
যদি করিয়া থাকি কোন অন্যায়
আজ হইতেছে অনুতাপ,
ক্ষমা করো, মোরে ক্ষমা করো
যদি না পার,
তবে দিও নাকো অভিশাপ
হইতেছে মোর আজ অনুতাপ ।।
যদি থাকে কোন রাগ
বল তবে এই ক্ষণে ধুয়ে যাক,
যদি দিতে চাও মোরে সাজা
তবে দেরি কেন,
দেও যা তুমি দিতে চাও
মাথা পাতিয়া লইব আজ,
তবুও দিও না অভিশাপ,
হইতেছে মোর আজ অনুতাপ ।।