কি করে তুমি,
দিলে মোরে বিদায়
কি করে তুমি,
ফেললে মোরে এমন বিরহ যন্ত্রণায়,
হঠাৎ করে, কোন সে ভোরে
এই মন তোমারেই খুঁজে যায়,
স্বপ্ন-স্মৃতি হাতরে কেবল
বিরহ যন্ত্রণায় পায়,
আবার কবে, তুমি আসবে ফিরে
আবার কবে, এই নীড়ে,
ফুটবে তোমার কথার কলকল,
আবার কবে আসবে ফিরে।


তুমি, যে মোর মুখের ভাষা
তুমি, যে মর বাঁচার আসা,
দুঃখেও আজ আমি হাসি
সে, যে, তোমারই শেখান উপায়,
এ-মন কেবল তোমারেই খুঁজে, খুঁজে না পায়,
অবশেষে, শুধু বিরহ গান গায়
সময়ের নিষ্ঠুরতায়, তুমি আজ কত দুরে
আবার কবে, আসবে ফিরে,
আবার কবে, হাসব আমি-তুমি দুজনায়
আবার কবে, ভাসবো আমরা স্বপ্নের ডানায়
আবার কবে, এই নীড়ে, তুমি আসবে ফিরে ।