আজ বর্ষা, না
তবুও এ মন করছে কেমন
জানি না
পুরানো স্মৃতি
সেই তিথি
ডাকিছে আমায়
আয়, চলে আয় ।


ঘুমের ঘোরে
একলা ঘরে
এ-মন কেবলই তোমা পানে ছুটে যায় ।


শীতের বাতাস
কেন আজ আমায় করছিস এমন হুতাশ,
কেন পুরানো এই স্মৃতি আবার জাগাস
কেন মোরে কাঁদাস ।


হঠাৎ মধ্যরাতের দুঃস্বপ্ন
চিৎকার, অবশেষে স্বপ্নভঙ্গ
তবুও মিলে না তোমার সঙ্গ,
যা আছে তা কেবলই স্মৃতি
ভালবাসার নয়, হৃদয় ভঙ্গের তিথি ।