প্রাণের সুর শুনিনা কোথাও আর,
দশদিকে কোলাহল শুধু,
নিষ্পাপ বুনোফুল গেছে ঝরে
বাতাসের বাঁশি গেছে ভেঙে,
গাছে গাছে লাল হলুদ
সবুজ কালো সাদা নীল
হাজার পাখির গান গেলো কই?
বাবুই পাখির রচিত ভালোবাসা?
উঠোনের ধান খায়নাতো আর
শালিক চড়াই হাঁস,
আমের বনে খায়নাতো দোল
এপাড়ার ওপাড়ার কিশোরী বোন।
টুনটুনি দোয়েলের নাচে আর
কাঁপেনাতো লেবু আর
বেতফলের বন।
ঘাস আর মাটি আর সবুজের
মাখামাখি জীবন-
কেড়ে নিলো কারা?

উত্তর?
সকলেরই জানা!!