রাত্রি ঘন হয়ে এলে
বিশ্বচরাচর নিবিড় নীরব,
আমার দুচোখ বিনিদ্র চাতক,
দেয়াল ঘড়িটা খুব জোরে
টিক টিক বাজে।
মৃত্যুর শ্বাপদেরা
কিলবিল করে চারিধার,
ঢিপঢিপ বুকের ভেতর
কড়া নাড়ে জোরে।
কাল ভোরে ঘড়িটার নড়াচড়া
যদি আর শুনতে পাই,
ভয়ে ভয়ে এক সময়
ঘুমের আঁধারে যাই।