আমি আঁধারেই আছি অনন্ত,
ভ্যাঁপসা বাতাসে
এ পাথর আরো ভারি।
মশাদের ভনভন,
ইঁদুর ছুঁচোর কিচির মিচির,
ধারালো দাঁতে
দিন গুলি সব
হয়ে আছে ধুলো।
আমি ক্ষয়ে ক্ষয়ে যাই,
আমি মুছে মুছে যাই,
কিলবিল শ্বাপদের পায়ের নখে।
ঐ সুদূরে
উৎসবের নিয়ন আলোয়
ভাসছে পৃথিবীর স্বর্ণ চূড়া,
সেইখানে
রূপ কথার ঊর্বশী তুমি,
আমি আছি ডুবে
এইখানে তুষার সলিলে।