পাতার মর্মরে শুনি প্রেমালাপ
নির্জনে একা,
আম জাম জারুলের বনে
লাজুক রমণী
পরপুরুষের বুকে মুখ রেখে
ঝরো ঝরো কাঁদে।
রোম কূপের অণুপরমাণুতে
প্রখর মরুর পিয়াসা,
বুনো লতার ঘ্রাণে
বেপরোয়া কামনার রসে
মাখামাখি রমনের সুখ,
মুছে যায় হাজার রজনীর
জর্জরিত মনের অসুখ।