মারিয়ানায় আমি
পেতেছি বিছানা,
বসুন্ধরার অন্তরতম তলে
মহাকাব্য লিখবো বলে
এ আমার অজ্ঞাত বাস।
অন্তরের অনন্ত প্রান্তরে
রচিত হবে
অন্তহীন প্রেমের প্রবাহ।
সর্ব অঙ্গের তাপ
প্রশান্তর জলে ধুয়ে
স্নিগ্ধ হবো,
তারাদের হাতছানি ফেলে
আকাশের সব নীল মুছে
এ আমার গভীর নিবাস।
তোমার চুলের এলোমেলো ওড়া,
কম্পিত গ্রীবা,
বুকের ওঠানামা,
নাভির কঠিন বাঁক,-
রিক্ত করেছে আমায়,
কালাহান্ডির কাঙাল
করেছে আমায়।
নাইবা দিলে স্পর্শ সুধা,
নাইবা দিলে অতল চুম্বন,
মারিয়ানার অজ্ঞাত বাসে
তোমারই ছবি এঁকে
জুড়াবো আমার
এ মরণ জ্বালা ।