ও সুনীল সাগর-
আকাশকে বুকে চেপে
কী সুখ তুমি পাও,
বক্ষে তোমার মাতাল নাচন,
অন্তরে অনন্ত মরণের প্রেম।
দিগন্তে গভীর অভিসারে
কত কানাকানি,
ভালোবাসাবাসী কত,
কত দেওয়া নেওয়া
কোলাকুলি কত।
ভিতরে বাহিরে
বাহিরে ভিতরে
উথাল পাথাল নিশি দিন
কালবৈশাখি ঝড়ে।
ও সুনীল সাগর-
তোমার গহীন অন্ধকারে
মহামুক্তির নিরন্তর চঞ্চলতা,
প্রাচুর্যের অপার বিস্ময়
তোমার অতলান্ত অলিন্দে,
বিষে নির্বিষে
মিশে আছে বিপুল সুখ
তোমার গোপন ভুবনে।
ও সুনীল সাগর-
তোমার নিবিড় রঙিন নীলে
আমার-
মরণ প্রেমের বাসর সাজাও,
তোমার বুকে বুক রেখে
নেবো আমি অমৃতের স্বাদ।
ও সুনীল সাগর-
দাও দাও খুলে দাও
তোমার মহা আবরণ
আভরণ যত,
নিজেকে ভাসাই
তোমার মরণের নীলে।