প্রশান্তির আঁধার চিরে
ফিনকি দিয়ে ঝরে রক্ত,
আমার প্রিয়ার শরীর
মিশে আছে ঐ স্রোতে।
শুষ্ক হাওয়ায়
কটূ নোনা গন্ধ ভাসে,
নক্ষত্র খসে তিলে তিলে,
আমি নগ্ন পাথরে বসে
সাগরের ঢেউ ভাঙা দেখি।
ব্রিশ্চিকের বিষে মিশে মিশে
নীল হয় অবোধ শিশু।
ও কী পাবে ঐ নতুন সকাল?
চোখে মুখে সারা অঙ্গে
ভালো লাগার আঁধার মেখে
বাড়ে ভবিষ্যতের ভ্রণ,
চুপি চুপি শকুনেরা
গড়ে চক্রব্যূহ,
আমার আঁধার
হাজার তারার চোখের জলে
ভেসে ভেসে মুছে মুছে যায়।