ভোরের নরম রোদ্দুরে
পাখির ঠোঁট বড়ই আদুরে,
ভাদুরে বাতাসে ওড়ে আঁচল,
ওড়ে,-
মন নিবিড় করা ঝরা পাতা।
নাগরিক আদিখ্যেতা ভুলে
ক্ষেত আর বুনো ঝোপ
আর গভীর কিশোরী নিষ্পাপ দোলে।
রঙিন প্রজাপতির ডানায়
প্রাণের কথা
দৃঢ় প্রত্যয়ে জানায়,
শিরায় শিরায় বয়ে যায় স্রোত।
ঝড়ো প্রেম বার বার আসে
দিন রাত্রির অরণ্যের কাছে,
কবে কোন রূপোলি জ্যোৎস্নায়
স্নান সেরে
অম্লান হেসে
নিবিড় ভালোবাসা এসেছিল জানালায়।
আজ ভোরে সেই ছবি যদি
ফিরে আসে ফের,
আমি হবো তব দু:খ ভোলানো নদী।