এই আলোকিত রাতে
তোমাকে এলাম দেখে,
লাল নীল সবুজ আলোর
জ্যোৎস্নায় তোমার সর্বাঙ্গে
খেলছিল সাত সাগরের ঢেউ।
দূর হতে চাতক চোখে চেয়ে চেয়ে
ফিরেছি নিজের আঁধারেই,
উৎসব উৎসারিত সুরে
তোমার মনের ডানায়
কানায় কানায় ভরে আছে সুখ,
দু:খ কী কিছুই নেই!
তোমাকে ঘিরে থাকে ওরা,
পোকারাও কিছু থাকে,
আমার পলাশ-প্রেম
ঝরে অঝরে ধূলায়।
প্রিয়জন আছে আমারও,
তোমার আঘ্রাণে তবু
নিবিড় অন্ধকারে
জেগে থাকি সারা রাত।