নদীর ক্রন্দনে ব্যথা মুছে যায় বুঝি,
বিলাসি বাতাসের অন্বেষণে
কারা যেন ধায় আমরণ,
আমরণ খুঁজে খুঁজে মরে
সৌখিন অমরাবতি।
হৃদয় জুড়ানো কিশোরির মতো
অবুঝ পাতারা খসে পড়ে অবিরত,
আকাশ কাঁদে,মেঠো ঘাস কাঁদে,
ক্ষয়ে ক্ষয়ে পর্বত কাঁদে,
কেঁদে কেঁদে নদী
সাগরে হয়ে যায় লীন।
পাখিদের মায়াবি চোখ চুমে
সব ব্যথা,যত অপমান,বিরহ জ্বালা
একেবারে ভুলে যেতে চাই,
সব কিছু পুরোপুরি ভুলে যাওয়া যায়!
প্রতিবেশ পরিপূর্ণ বর্ণে বিবর্ণে,
দূরের করুণ সুর ভেসে যায়
নদীর সাথে,হাওয়ার সাথে,
এক ঝাঁক পাখির ডানার সাথে,
আমি খুঁজি আদুরে হাত
যে হাতে বটমূলের অমৃত সঞ্চিত আছে।