এখন তীব্র জমাটবদ্ধ নীললোহিত,
ডানা মেলছেনা আর ঘাসফড়িং,
বইছেনা উজান হাওয়া
বিটপি পত্র নড়ছে না আর
গাইছেনা দোয়েল কোয়েল টুনটুনি,
কিংবা অন্য কোনো বিহঙ্গ।
বরফ-চোখ কিছু কী খোঁজে,
পুরাতন ব্যথা তুলে আনে ফের?
অশত্থের মর্মরে হা হুতাশ জাগে,
দক্ষিণ দোয়ার থেকে
উত্তর জানালায় ভেসে যায়
প্রিয়ার কান্না ভেজা পুবেল হাওয়া।
ও অশত্থ ও টুনটুনি ও দোয়েল
ওভাবে নীরবে হইওনা পাথর,
আঁখি মুদে দ্যাখো চারিধার
খসখস শব্দ তুলে পায়ে
ছুটে যাচ্ছে তোমাদের মনের মানুষ।