দাউ দাউ জ্বলে জ্বলে অঙ্গার
জল মাটি ঘাস প্রত্যঙ্গ সর্ব অঙ্গ,
ছায়া নেই মায়া নেই হাওয়া নেই
শূন্য মায়ের কোল
হাহাকার হাহাকার চারিধার।
এ বিশ্ব অবাস যোগ্য আজ?
যে মাটির রক্ত রসে
মাখামাখি ভালোবাসাবাসি শৈশব,
ঘাতকের নিশ্বাস বিষে
গলিত লাভার নদী সে তো আজ।
মাতৃভূমির নাড়ির বাঁধন ছিঁড়ে
ঠাঁই খুঁজে খুঁজে বিধ্বস্ত উদ্বাস্তুরা
ক্ষিপ্ত ভূমধ্যসাগরের ফনায়
ভেসে ভেসে হাতড়ায় পৃথিবীর শিকড়।
তিন বছরের আয়লানও
চেয়েছিল বুঝি?
পেয়েছিল বুঝি পৃথিবীর মাটি?
সাগরের বালুকাবেলায় চুম্বন এঁকে
চিরবিদায় জানালো পৃথিবীর বিবেক,
অমৃতের পুত্র বুঝি ঐ শিশু
আমারই আত্মজ  আগুন পাখি।